ধাঁধা ১
অংক বইয়ের সারাক্ষন, চব্বিশঘণ্টা, বারমাস মন খারাপ থাকে।
কিন্তু কেন???
উত্তর --- বইয়ে শুধু সমস্যা থাকে।সমাধান অন্যরা করে।
ধাঁধা ২
আমার মাথা আছে,লেজও আছে কিন্তু হাত,পা ও অন্যান্য অঙ্গ নেই।
তবে আমি কি??
উত্তর -- কয়েন যার হেড এন্ড টেইল আছে।
ধাঁধা ৩
এক হাত গাছটি ফল দরে পাঁচটি
বলেন তো এটা কি?
উত্তর - হাতের পাঁচ আঙ্গুল।
ধাঁধা-৪
দুই অক্ষের নাম তার, বহু লোকে খায়,
শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়....কি.??
উত্তর- পান।
ধাঁধা--৫
ডানা আছে, পাখি নয়
উড়তে পারে, বিমান নয়
মানুষ খায়, বাঘ নয়
সুই ডুকায় ডাক্তার নয়।
বলো তো এটা কি?
উত্তর- মশা।
ধাঁধা :৬
কোন পাতা
আমরা রান্না করি
কিন্তু খাই না।
বলুনতো কি??
উত্তর- তেজপাতা।
ধাঁধা : ৭
চলিতে চলিতে তার মাথা হল ভার,
মুন্ডু কাটিয়া দিলে সে
চলিবে আবার।
উত্তর- পেন্সিল।
. ধাঁধা ৮ .
একটা হাঁড়িতে ১০০টি মিষ্টি ছিল।
নিরা নব্বই টি মিষ্টি খেয়ে নিল।
এখন কতটি মিষ্টি থাকল..?
উত্তর -- ১০ টি।
ধাঁধা : ৯
এক গাছে এক বুড়ি
চোখ তার বার কুড়ি 😄😄😄😄।
উত্তর -- আনারস।
ধাঁধা:১০
একটি পাখির তিনটি ডানা
শীতকালে তার উড়তে মানা।
কি হতে পারে সোনা??
উত্তর -- ফ্যান।
ধাঁধা ১১
টিপ টিপ নাগর,
টিপ দিলে যায় ধান সাগর।
উত্তর-- টর্চ লাইট।
ধাঁধা -১২
নামে আছে,
কিন্তু কামে নাই
এটা কি কুন চাই।🤑🤑🤑
উত্তর- ঘড়ার ডিম।
ধাঁধা- ১৩
একটা রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছিল।ট্রাকের হেড লাইট নষ্ট ছিল।রাস্তার ল্যাম্পপোস্টের লাইটও জ্বলছিলনা।এমন সময় একটা কুকুর ঐ রাস্তা পার হচ্ছিল।ড্রাইভার কুকুরকে বাঁচানোর জন্য ট্রাক থামিয়ে দিল।
প্রশ্ন হল- ড্রাইভার কুকুরটিকে দেখল কিভাবে??
উত্তর - দিনের বেলায় ট্রাক চলছিল।
ধাঁধা ১৪
কোন জিনিস ঠাণ্ডা বা উষ্ণ নয় এমন,
তবুও মানুষ ফুঁ দিয়ে খায়।
কি জিনিস??
উত্তর ---- বাদাম।
ধাঁধা ১৫
দেখতে সাদা,ভিতরে হাদা 😃
ধরতে নরম 👌
খাইতে পায় সরম 🤑🤑
কি জিনিসরে ভাই??
উত্তর -- সিগারেট।
ধাঁধা ১৬
কোন জিনিস অন্যকে শুকাতে গিয়ে নিজেই ভিজে যায়? 😋😋😋😋
উত্তর -- গামছা।
ধাঁধা ১৭
অল্প দিলে ভাল্লাগেনা, বেশি দিলে বিষ।
শাশুড়ি বলেন বৌমাকে-- পরিমান মতো দিস।
উত্তর -- লবন।
nice collections. I want more.
ReplyDeleteহা হা হা 😄😄😄😄
ReplyDelete