বিশুদ্ধ মধু সংগ্রহ ও এর উপকারীতা।
ভিডিওতে দেখতে পাবেন কিভাবে মধু সংগ্রহ করতে হয়।
👌। এতে ডেটক্সিন থাকে যা হজমে সহায়তা করে।
👌। এটি দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে।
👌। মধু প্রাকৃতিক এন্টিবায়োটিক যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করে এবং বাড়িয়ে দেয়।
👌। এটি সাধারণ সর্দি, কাশি ও সিজোনাল ফ্লু ঠেকিয়ে দেয়।
👌। দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে।
👌। দৃষ্টি শক্তি ও সৃতি শক্তি বৃদ্ধি করে।
👌। এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে।
👌। বুড়িয়ে যাওয়া রোধ করে।
👌। শিশুদের ক্ষেত্রে নিয়মিত খেলে সর্দি , কাশি , জ্বর ইত্যাদি হবেনা।
👌। শিশুদের দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি করে।
👌। মধু মুখের গন্ধ দূর করে।
👌। জিহ্বার জড়তা দূর করে।
👌। মধু কোষ্ঠকাঠিন্য দূর করে।
👌। মধুতে স্টার্চ ডাইজেস্টি এনজাইম এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক সবল রাখে।
👌। ভিটামিন বি কমপ্লেক্স ও ক্যালসিয়াম থাকায় ত্বক , স্নায়ু ও মস্তিষ্কের কলা সুদৃঢ় রাখে।
👌। গ্লাইকজেনের লেভেল সুনিয়ন্ত্রিত রাখে।
👌। হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়।
No comments:
Post a Comment