সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্র। এখানে পুকুর থেকে গ্যাসের বুদবুদ বের হয়।পাহাড়ের ছিদ্র দিয়ে গ্যাস বের হয় এবং আগুন জলে।ছোট ছোট ছেলে মেয়েরা দর্শনার্থীদের পাহাড়ের ছিদ্রে দিয়াশলাই দিয়ে আগুন জালিয়ে দেখায় বিনিময়ে কিছু বকশিস নেয়।আনন্দ পায় এবং বিতরণ করে।
১৯৫৫ সালে গ্যাসের সন্ধান পায়।১৯৫৭ সাল থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।এ পর্যন্ত এখানে ৭ টি গ্যাস ক্ষেত্র খনন করা হয়েছে। একটিতে পর্যাপ্ত জ্বালানী তেলও পাওয়া গেছে।
সিলেট জেলার গয়াইন ঘাট উপজেলায় এতি অবস্থিত। ১৯৮6 সালে ৭ তম কুপটি খনন করা হয় তেল উৎপাদনের উদ্দেশ্যে। দিনে দিনে কুপটির তেল উৎপাদন ক্ষমতা কমতে থাকে । সাত বছরে ৫৬০৮৬৯ ব্যারেল তেল উত্তোলনের পর ১৯৯৪ সালের ১৪ ই জুলাই বন্ধ করতে বাধ্য হয় । ২০০৫ সালে এ কুপকে গ্যাস কুপে রূপান্তরিত করা হয়। সে সময় কুপটির ১৫ এম এম সি এফ ডি গ্যাস সরবরাহ করার ক্ষমতা ছিল।
Mirracle ! how can form gas under the earth ??
ReplyDelete