Followers, Like

Sunday, May 21, 2017

জিকা ভাইরাস,মানব সভ্যতার জন্য হুমকি

 

https://youtu.be/xA7Dpmqxuco


জিকা ভাইরাস,মানব সভ্যতার জন্য হুমকি


 ## জিকা ভাইরাস একটি RNA ভাইরাস।১৯৪৭ সালে উগান্ডার রেসাস ম্যাকাক নামক বানরের দেহে সর্ব প্রথম পাওয়া যায়।উগান্ডা ও তানজানিয়াতে ১৯৫২ সালে প্রথমবারের মতো মানব দেহে ধরা পড়ে।এ রোগ ধীরে ধীরে আফ্রিকা ও এশিয়ার নিরক্ষরেখা বরাবর ছড়িয়ে পড়ে। ২০০৭ সালে ইয়াপ দীপপুঞ্জে এর প্রাদুর্ভাব ঘটে। এতে ৪৯ জন আক্রান্ত হয় তবে কেউ মারা যায়নি। এর লক্ষনগুলো ডেঙ্গু জ্বরের সাথে ব্যাপক মিল রয়েছে। 

লক্ষনসমুহ-------

# জ্বর।
# হালকা মাথা ব্যাথা।
# অবসাদগ্রস্ততা।
# কনজাংটিভাইটিস।
# অস্হি সন্ধিতে ব্যাথা, পেশীতে ব্যাথা।
# শরীরে লালচে দাগ বা ফুসকুড়ি হয়।

লক্ষনগুলো ২ থেকে ৭ দিন স্হায়ী হয়।রক্তে ভাইরাসের অস্তিত্ব পেলেও প্রতি ৫ জনে ১ জন আক্রান্ত হয়।এ রোগে মৃত্যর ঘটনা খুবই দূর্লভ।


ডায়াগনোসিস ----------

পলিমারেজ চেইন রিয়েকশন ( PCR) এর মাধ্যমে শনাক্ত করা যায়।রক্তের নমুনা থেকে ভাইরাস পৃথক করা যায়।

চিকিৎসা --- 

এ রোগের বিশেষ কোন ওষুধ বা টীকা নাই।প্রর্যাপ্ত বিশ্রামই একমাত্র চিকিৎসা। প্রচুর পানি পান করাতে হবে যেন পানিশুন্যতা না হয়।ব্যাথা ও জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হবে তবে এসপিরিন বা অন্যকোন ব্যাথানাশক খাওয়া যাবেনা।এতে রক্ত ক্ষরনের ঝুকি বাড়ে।এ রোগে বাচ্চাদের এসপিরিন দিলে রাই সিন্ড্রোম দেখা দিয়ে মৃত্যুও হতে পারে। 

প্রতিরোধ ---- 

# মশা যেন জন্মাতে না পারে এমন পরিবেশ তৈরী করতে হবে।
# মশা যেন কামড়াতে না পারে সতর্ক থাকতে হবে।
# পুরো শরীর ঢেকে থাকে এমন জামা পরিধান করতে হবে।
# মশারির ভিতর ঘুমাতে হবে।
# আক্রান্ত ব্যক্তির সাথে চোদাচুদি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।  



1 comment:

  1. আল্লাহ তুমি রক্ষা করো।

    ReplyDelete