Followers, Like

Tuesday, May 23, 2017

প্রতিভা, প্রকাশিত হবেই যেখানেই থাকুক


                         প্রতিভা, প্রকাশিত হবেই


অসাধারণ সৃজনীশক্তি, ব্যতিক্রম ধর্মীবুদ্ধিমত্তা বিশিষ্ট গুণাবলী,   অন্তরনীহিত সক্ষমতা,সৃজনশীলতা অথবা জন্মগত ও প্রকৃতিগতভাবে কোন সমস্যাকে বাস্তবে রুপান্তরিত করার ক্ষমতা রাখে।যিনি এ গুনাবলির অধিকারী তাকে প্রতিভাবান হিসাবে চিহ্নিত করা হয়।
গণিতে পারঙ্গমতা, বিগ্ঙানে অনন্য সাধারণ আবিষ্কার বা উদ্ভাবনী শৈলি কিংবা বুদ্ধিবৃত্তিভিত্তিক খেলাধুলা যেমন দাবায় বিশেষ দক্ষতা প্রদর্শনে জাতী তথা বিশ্ববাসীকে বিস্মিত করতে পারেন। আবার শিল্পি,সঙ্গিতঙ্ঘ্য,লেখক,চিত্রশিল্পী ইত্যাদি বিষয়েও প্রাকৃতিক ভাবে পারদর্শী হতে পারে।এদের স্মৃতি শক্তি কম হতেও পারে।এরা জন্ম থেকেই দার্শনিক চিন্তা করতে সক্ষম।জীবন ও মহাবিশ্ব নিয়ে এরা বেশি চিন্তিত থাকে। 

উৎপত্তি -----++

প্রাচীন রোমে পৌরাণিক উপকথারুপে প্রতিভায় পথপ্রদর্শক স্বরুপ আধ্যাত্মিক অথবা অধিষ্ঠাত্রী দেবতা রূপে পরিবার, ব্যক্তি বা স্হানকে নির্দেশ করত।সম্রাট অগাস্টাস এর সময়কালে শব্দটির ব্যবহার মধ্যম মানের শব্দের অর্থ উদ্দীপনা ও  মেধাকে নির্দেশ করত।


https://youtu.be/7BG4XuoVQ6Q

No comments:

Post a Comment