রুহ আফজা, যে কথা জানা হয়নি।
রুহ আফজা হিন্দি বা উর্দুতে অর্থ একটি ঘনীভূত স্কোয়াশ। ১৯০৬ সালে এটির উপাদান প্রণীত হয়।হাকিম মোহাম্মদ কবিরুদ্দিন এটি উদ্ভাবন করেন।
রুহ আফজা গরমে খুব ভাল কুলিং এজেন্ট হিসাবে কাজ করে।এটি গ্রীষ্মে বদহজম প্রতিরোধ করে।
উপাদান ******
বিভিন্ন ভেষজ গুল্ম, ফল, ফুল, শিকড়, পুদিনা, গাঁজর, পালং শাক, লেবু, গোলাপ, কমলা এবং আরো অনেককিছুর মিশ্রণ।
স্বাস্থ্য ঝুকি ******
রুহ আফজা বাচ্চা, বৃদ্ধ, রুগী ও গর্ভবতী সকলের জন্যই নিরাপদ।
সরবত প্রস্তুত প্রণালী *******
১ গ্লাস সাধারণ পানি বা দুধ।
২ চা চামচ বা ১০ মিলি রুহ আফজা।
২ টি বরফ কিউব।
এছাড়াও সেমাই ও কুলফি আইসক্রিম এর সাথে মিশিয়ে অসাধারণ ফালুদা তৈরি করা যায়।
সমালোচনা *******
৩৫ রকম ফলের মিশ্রণে তৈরি বলে চটকদার প্রাচারনার প্রতারনার অভিযোগে ২০১৮ সালে চার লাখ টাকা জরিমানা হয়।
উপকারীতা *****
## এর ইনভার্ট চিনি দ্রুত রক্তে মিশে গিয়ে তাৎক্ষনিক শক্তি জোগায়।
## প্রখর রোদে,কায়িক শ্রমে, ব্যায়ামের পরে ইলেক্ট্রোলাইটস এর ঘাটতি দূর করে।
## এর ভিটামিন ও বায়োফ্লাভোনয়েডস শরীরের ফ্রি রেডিক্যালগুলোকে মুক্ত করে দেহকে সতেজ ও শক্তিশালী বা কর্মক্ষম রাখে।
## বাজারের কার্বনেটেড পানীয় থেকে রুহ আফজা বেশি নিরাপদ।
## রক্তের বর্জ্য নিঃসরণ করে।
## রুহ আফজা দেহের ক্যাফেইন আসক্তি দূর করে।
No comments:
Post a Comment