কৌতুক ১ 🙃🙃🙃
এক মানসিক হাসপাতালে রুগী ডাক্তরকে বলছে--
রুগী # স্যার আপনি কি আমেরিকান?
ডাক্তার # না আমি চাইনিজ।
রুগী # সত্যিই তুমি আমেরিকান না??
ডাক্তার # সত্যি বলছি,আমি চাইনিজ।
রুগী # তুমি মিথ্যা বলছ! তুমি আমেরিকান??
চাইনিজ ডাক্তার পরে বিরক্ত হয়ে বলল,হ্যাঁ আমি আমেরিকান। এবার খুশিতো।
রুগী# চেহারা দেখেতে মনে হয় তুমি চাইনিজ 😊😉😊😉😊😉. কি ঠিক বলেছিনা???
কৌতুক ২
অসময়ে হঠাৎ মায়ের ফোন।
মা ঃ ওরে খোকা! তুই কোথায়? তাড়াতাড়ি বাড়ি আয়।
ছেলেঃ কেন মা? কি হয়েছে??
মা ঃ তোর বৌয়ের প্যারালাইসিস এ্যাটাক হয়েছে 🤭🤭। মুখ বেঁকে গেছে।চোখ কপালে উঠে যাচ্ছে। ঘাড় কিরকম যেন ঘুরে যাচ্ছে।
ছেলেঃ ও! ছেড়ে দাও মা! ওকে ডিস্টার্ব করিওনা। ও এখন সেলফি তুলছে, মা! 🤪🤪🤪🤪
কৌতুক ৩
মনের দরজা খোলা থাকলে
কারো চোখে পড়না 😪😪
ঘরের দরজা খোলা থাকলে
চোর বেটা ছাড়েনা 🥶🥶🥶🥶
কিন্তু
প্যান্টের চেইন খোলা থাকলে
সবার চোখে পড়,
তোড়পাড় চলে 😄😄😁😄😁😄
কৌতুক ৪
বস ঃ যেদিন থেকে তোকে চাকরি থেকে বরখাস্ত করেছিলাম, সেইদিন থেকে তুই প্রতিদিন আমার বাড়ির সামনে পায়খানা করিস!!
কারন কি?🥶🥶🥶
তোকেতো পুলিশে দেওয়া উচিৎ। 😇😇😇
স্ক্রু ঃ আমি শুধু এটুকু প্রমাণ করেছি যে আপনি চাকরি খেয়েছেন বলে আমি না খেয়ে থাকিনি।😀😃😁😆😅🤣🤣🤣🤣।
কৌতুক ৫
ট্রাফিক সিগনালে মন্ত্রীর গাড়ি থামল।হকার শিশু এসে দরজার পাশে দাঁড়াল।মার্চ মাস চলছে।মন্ত্রী পতাকা না কিনে তাকে তাচ্ছিল্যের সুরে বলল -- কখনো পতাকা, কখনো ফুল আবার কখনো দেখি পত্রিকা বিক্রি করিস।তুই কি বিক্রি করিসনা!!!
হকার দীর্ঘশ্বাস ছেড়ে বলল-- দেশ আর ধর্ম বিক্রি করিনা।।
কৌতুক ৬
রিক্সায় বসে হতাশ অজয় ভাবে - মায়ের বৃদ্ধাশ্রমের খরচটা অযথাই চলে যাচ্ছে প্রতি মাসে।বিরক্তির রেখা ফুটে ওঠে তার চোখে মুখে, আচরণে।
রিক্সাচালক চিন্তায় মগ্ন।তাকে আরো এক ঘন্টা রিক্সা চালাতে হবে।মায়ের ওষুধটা কিনতেই হবে।তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ।
কৌতুক ৭
১ম বৃদ্ধ ঃ বুঝলে অজয় আমার ছেলেটা বিদেশে থাকে।লাখ টাকা কামায়।দেশের আসার সময়ই পায়না।মাঝেমাঝে ভিডিও কলে নাতিটাকে দেখি।
২য় বৃদ্ধ ঃ আপনি ভাগ্যবান বরুনদা।আমার ছেলেটা ওই সামান্য একটা কারখানায় কাজ করে।কয় টাকা আর পায়? আজ চলিগো।নাতীনটা আবার গল্প না বললে খেতে চায়না।সময় মতো ওষুধ না খেলে বৌমা রাগারাগি করে।কাল আসবনা, ছেলে ছুটি নিয়ে সবাইকে নিয়ে বেড়াতে যাবে বলেছে।
কৌতুক ৮
প্রশ্ন ঃ সভ্য মানুষ ও বন্য প্রাণীর মধ্যে পার্থক্য লেখ।
খাতা কাটতে বসে একটি উত্তর দেখে আঁতকে উঠলেন শিক্ষক। উত্তরে লিখা আছে - বন্য প্রাণীর বাচ্চা সব সময়ই বন্য প্রাণী বা বন্য স্বভাবের হয়।কিন্তু মানুষের বাচ্চা সব সময় সভ্য বা মানুষের বাচ্চাই হবে এমন নিশ্চয়তা নাই।।
কৌতুক ৯
স্যার ঃ এই ছেলে তোমার মুজার উৎকট গন্ধে টেকা দায়।যাও কাল চেন্জ করে এসো।
ছাত্র ঃ ঠিক আছে স্যার।
পরের দিন 😄😄😄
স্যার ঃ গত্কাল কি বলেছি মনে নেই? আজোতো গন্ধে দম বন্ধ হয়ে আসছে।
ছাত্র ঃ চেন্জ করেছি স্যার।
স্যার ঃ মিথ্যা কথা।ঠাস্ করে চড়।
ছাত্র ঃ স্যার ( কাঁদতে কাঁদতে) ডান পায়েরটা বাম পায়ে আর বাম পায়েরটা ডান পায়ে।😇😇😇😇
স্যার ঃ যা বাড়ি যা।কাল নতুন মোজা পরে আসবি।
ছাত্র ঃ ঠিক আছে স্যার।
পরের দিন 🤑🤑🤑🤑🤑
স্যার ঃ কি ব্যাপার আজ নতুন মোজা কিন্তু এতো গন্ধ কেন?
ছাত্র ঃ স্যার যদি বিশ্বাস না করেন তাই পুরনোটা পকেটে করে নিয়ে এসেছি।😁😁😁
স্যার বেহুস।
কৌতুক ১০
সুন্দরী সেক্রেটারি নিয়োগের ১৪ দিন পর অফিসের বস ১৭ তলা ভবন থেকে পড়ে আত্মহত্যা করে।
পুলিশ ইন্সপেক্টর ঃ ঘরে ঐ সময় কে ছিল??
সেক্রেটারি ঃ স্যার আমি ছিলাম।
পু ই ঃ কি হয়েছিল? ও আত্মহত্যা করল কেন??
সেক্রেটারি ঃ উনি খুব সুন্দর মানুষ ছিলেন।একদিন উনি আমাকে ১০ হাজার টাকার ড্রেস উপহার দিয়েছিলেন।
কিছু দিন পর আবার ৫ লাখ টাকার হিরার আংটি কিনে দিয়েছিলেন।
পরশু ভেলেন্টাইন দিনে ২ লাখ টাকার আংটি উপহার দেন আমাকে।এই দেখেন আমি আঙ্গুলে পরে আছি।
পু ই ঃ তারপর কি হলো??
সেক্রেটারি ঃ তখনই আমার বাবার ফোন এলো।আমি বললাম - তুমি এখানে থাকলে বুঝতে পারতে বস আমাকে কত্তো ভালোবাসে।তুমিতো সব সময় বলতে থাকো - " গোপাল মেয়ে সেজে ঘুরিসনা। "🤑🤑🤑🤑🤑🤑
উপস্হিত সবাই বেহুশ।
কৌতুক ১১
প্রথমে আমি সিঙ্গেল ছিলাম।কিছুদিন পর আমার বন্ধু তার সুন্দরী গার্লফ্রেন্ড এর সাথে পরিচয় করিয়ে দেয়।মাসখানিক পর আমার বন্ধুটি সিঙ্গেল হয়ে গেল।😁😁😁😁🤑🤑🤑।
কৌতুক ১২
ডাক্তার ঃ চশমা কার জন্য বানাতে হবে?
ছাত্র ঃ জি! স্যারের জন্য।
ডাক্তার ঃ কিন্তু কেন??
ছাত্রঃ কেননা উনি সব সময় আমাকে গাধাই দেখতে পান।🤣🤣🤣🤣
কৌতুক ১৩
অবৈধ অস্র রাখার দায়ে এক যুবকের জেল হল। ছেলে জেলে যাওয়ায় বৃদ্ধ বাবা সংসার কিভাবে চালাবেন তাই নিয়ে দুষ্চিনতায় পড়ে গেলেন। একদিন বাবা ছেলেকে চিঠি লিখলেন, আমার অনেক বয়স হয়েছে, এতো বড় ক্ষেত খনন করে আলু চাষ করা সম্ভব না,তুই থাকলে একটু সহজ হত। চিঠি পেয়ে ছেলে জেল থেকেই জবাবে লিখল - তুমি ঐ ক্ষেত খনন কোরো না কারন ঐ ক্ষেতে আমি আমার সব অস্র লুকিয়ে রেখেছি।পুলিশ সেই চিঠি দেখল।😇😇😇😇😇😇😇 ওমনি তাদের মাথা ঘুরে গেল।
পরের দিন বিশাল পুলিশ বাহীনি ক্ষেত খনন করেও কোনো অস্র পেলনা।
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল- বাবা আমি জেলে থেকে তোমার জন্য এতোটুকু সাহায্য করতে পারলাম।এখন শুধু আলুর বীজ লাগিয়ে দিও।🤪🤪🤪🤪
কৌতুক ১৪
ক্লাশ থ্রীতে পড়ে এক পিচ্ছি।সে কোনো দিন কোন মানুষের পাছা দেখেনি এমনকি নিজের পাছাও না।
একদিন স্কুলে পড়া না পারায় স্যার তার পাছায় অনেক পিটিয়েছে। ব্যাথা করে কেন তাই সে বাসায় গিয়ে আয়নায় নিজের পাছা দেখল।
😁😁 আল্লাগো জাওরা স্যার আমারে মাইরা দুই ভাগ কইরা দিচে। 🤪🤪🤪🤪🤪।
কৌতুক ১৫
বাবা ও ছেলের মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে।
ছেলে ঃ বাবা আমি বিয়ে করব আঠার / ১৮ বছরের একটা মেয়ে দেখ।
বাবা ঃ ১৮ বছরের মেয়ে যদি না পাই?? 🤪🤪
ছেলে ঃ!!! তহলে ৯ বছরের দুইটা দেখ। 🤑🤑🤑🤑
বাবা ঃ 🤣🤣 কি বললি হারামজাাদা। 😇😇😇😇
কৌতুক ১৬
বাচ্চা ঃ বাবা মোরগ ডাকে কেন?
বাবা ঃ কেউ মিথ্যা কথা বললে মোরগ ডেকে ওঠে।
বাচ্চা ঃ তাহলে ভোর ৪ টায় কেন ডাকে??
বাবা ঃ ঐ সময় দৈনিক পত্রিকাগুলো ছাপা হয়।
কৌতুক ১৭
বিয়া করিবার অনুমতি প্রদানের জন্য আবেদন।
বরাবর
মা,
বিষয় ঃ বিয়া করিবার অনুমতি প্রদানের জন্য আবেদন।
ডিয়ার আম্মাজান,
অনেক বড় হইয়াছি এবার বিয়া করার অনুমতি দাও।তোমাদের কষ্ট করিয়া বউ খুঁজতে হবেনা।আমি তোমাদের জন্য একটা ফুটফুটে বউ আমদানি করিব।নিজের পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করিয়া জীবনের বারোটা বাজাতে পারিবোনা।কোল বালিশের সাথেও আর পিরিতি করিতে পরিবনা।ইদানীং তার সাথেও ঘুম আসেনা।আমার বউ চাই - ই চাই।দশটা নয়, পাঁচটা নয় একটামাত্র বউ চাই গো আম্মাজান।
অতএব, আমি আশাকরি তোমরা আমার প্রাণের মনোবাসনা পুরনের নিমিত্তে গ্রিন সিগনাল প্রদান করিয়া পুত্রবধুর মুখ দর্শন করিবার প্রত্যয় ব্যক্ত করিয়া আমাকে কুমারত্ত থেকে ঘুছাইয়া দিবা।
ইতি
তোমাদের হতভাগা ছেলে।
১৮
স্বপনকে রাত তিনটায় সান্তাক্লজ এসে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করল, তুমি কি উপহার চাও?
স্বপন সান্তাক্লজ কে দেখে খুশিতে ডগমগ হয়ে বলে, আমার বৌ খুব জ্বালায়, এই বৌ পাল্টে দাও প্লিজ।
এই শুনে সান্তাক্লজের কি হল কে জানে, স্বপনকে বেদম পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিল।
সাতদিন পর, হাসপাতালে স্বপনের জ্ঞান ফেরার পর জানতে পারল, সান্তাক্লজ সেজে সেদিন বৌদি এসেছিল।😳
👉এবার থেকে ক্রিসমাসে উপহার বুঝে শুনে চাইবেন।😜🤣😂
১৯
বিয়ের তিন মাস পরই লনির বউয়ের বাচ্চা হলো। লনি তার বৌকে জিজ্ঞেস করলো..."আচ্ছা, আমাদের বিয়ের তিন মাস পরই বাচ্চা কেমনে হলো? "
বউ : তোমার বিয়ের কয় মাস হইছে?
লনি : ৩ মাস।
বউ : আমার বিয়ের কয় মাস হইছে?
লনি : ৩ মাস।
বউ : আর বাচ্চা কয় মাস পর হইছে?
লনি : ৩ মাস।
বউ : তাইলে মোট কয় মাস হইলো?
লনি : ওহ নয় মাস। আমিতো ভয় পাইয়া গেছিলাম...!🤕🤕🤕
২০
দুবাই শহরে বেড়ানোর এক পর্যায়ে গফুর মিঞা আর স্ত্রী ফাতিমা বিবি একটি শপিং মলের বাইরে বিশ্রাম নিচ্ছিলেন...
এই সময়ে এক ধনী আরব শেখ তাঁদের দিকে এগিয়ে এসে সালাম করে জানতে চাইলেন ওনারা কোথা থেকে এসেছেন। গফুর জানালেন, করাচি, পাকিস্তান।
এবার শেখ সাহেব সরাসরি জানালেন, উনি একশোটি উটের বিনিময়ে ফাতিমা বিবিকে কিনে নিতে চান।
হতভম্ব গফুর শেখ সাহেবের দিকে নিঃশব্দে চেয়ে রইলেন। বাক্য নিঃসরণ হচ্ছিলো না তাঁর! এরপর তিনি কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইলেন আরও প্রায় মিনিট পাঁচেক। অবশেষে ধীর কন্ঠে তিনি কোনো রকমে শুধু এইটুকুই বলতে পারলেন, "আমার বিবিজান বিক্রির জন্য নন!"
শেখ সাহেব হতাশ হয়ে চলে যাওয়ার পর ফাতিমা আর থাকতে না পেরে গফুরের গালে একটা চুম্মি দিয়ে বললেন, "আমি অভিভূত! কত রোমান্টিক তুমি! কত ভালোবাসো আমাকে গো! শুধু একটা ব্যাপার বুঝলাম না, তুমি জবাব দিতে এত লম্বা সময় নিলে কেন? ওনাকে অনেক আগেই তো ভাগিয়ে দেওয়া উচিৎ ছিলো!"
গফুর মিঞা বললেন, "আমি নানাভাবে চিন্তা করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই সমাধান খুঁজে পেলাম না! কিছুতেই ভাবতে পারলাম না আমি একশোটা উট কি করে করাচিতে নিয়ে যাবো!"
ফাতিমা বেহুঁশ!!!
২১
পুংটা মামুন চিড়িয়াখানায় গিয়েছে বেবুন দেখতে।
খাঁচা ফাঁকা দেখে গার্ড কে জিজ্ঞেস করলো :- 'গেলো কোথায় সব? '
গার্ড বললো :- এখন ওদের এখন মিলিত হবার সিজন.. তাই ভেতরে আছে।
মামুন :- আচ্ছা বাদাম দেখিয়ে ডাকলে কি আসবে ওরা..?
.
.
.
.
গার্ড :- আপনি আসতেন..???
২২
ভিন্ন ভিন্ন মহাদেশীয় বিবাহিত পুরুষদের প্রকারভেদ।
আমেরিকান ☞ এদের একটি বউ এবং একটি গার্লফ্রেন্ড থাকে। তবে এরা গার্ল ফ্রেন্ডকে বেশি ভালোবাসে।
ইউরোপীয়ঃ☞এদের একটা বউ এবং একটা গার্লফ্রেন্ড থাকে। এরা বউকে বেশি ভালোবাসে। 🤓
ভারতীয় ☞এদের একটা বউ চারটি গার্লফ্রেন্ড থাকে। তবে এরা মাকে বেশি ভালোবাসে।
আরবীয় -☞এদের চারটি বউ, তিনটি মা এবং তিনটি গার্লফ্রেন্ড থাকে। তবে এরা উটকে বেশি ভালোবাসে। 😭😭
বাংলাদেশী ☞ এদের একটা বউ থাকে। তবে এরা অন্যের বউদের ভালোবাসে
No comments:
Post a Comment