Followers, Like

Sunday, February 5, 2023

হিরো আলমের নির্বাচন 🤑



হিরো আলমের নির্বাচন 


জীবন বৃত্তান্ত 😁😁😁😁

জন্ম ১৯৮৫ সালের ২০ জানুয়ারি। পিতা আবদুর রাজ্জাক ও মাতা আশরাফুন বেগম।আসল নাম আশরাফুল আলম সাঈদ।হিরো আলম নামে ব্যাপক পরিচিত,আলোচিত ও সমালোচিত। বগুড়া শহরে তার বেড়ে ওঠা।জীবনের প্রথম দিকে রাস্তায় রাস্তায় চানাচুর ও সিডি বিক্রি করে সংসারের খরচ চালাতেন।পরবর্তিতে তিনি ডিস লাইন সংযোগের ব্যবসায় জড়িয়ে পড়েন।২০১৬ সালে তিনি প্রথম মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন।তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছেন। 


হিরো আলমের রাজনীতি 😃😃😃😃



   বগুড়া-৪ আসন থেকে তিনি সংসদ নির্বাচন করেন ২০১৮ সালে।প্রথমে জাতীয়পার্টি থেকে নমিনেশন চাইলেও তা প্রত্যাখ্যাত হয়।পর উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জামানত হারান। ওনার সংসার জীবন সুখের নয়।স্ত্রী নির্যাতনের অভিযোগে থানায় জিডি করেন।
 হিরো আলমকে যারা ভোট দিয়েছেন তারা অপদার্থ।হিরো আলম লোক হাসিয়ে টাকা আয় করে জাতে উঠেছে।তার আচার আচরণ, কথা বার্তা স্বাভাবিক নয়।সংসদ সদস্য হওয়ার জন্য যে নৈতিক গুনাবলি থাকা উচিৎ তা তার মধ্যে নাই।

জেলনস্কিরা দেশের ক্ষতিই করতে পারেন।

রাষ্ট্র পরিচালনা করা আর লোক হাসানো এক নয়।


শেষ কথা😄😄😄 

হিরো আলমের জনপ্রিয়তা নেতিবাচক। এটা উপহাসের বহিঃপ্রকাশ। মানুষ তার পাগলামি দেখতে পছন্দ করে।তার বেসুরা গান,মাতালের মতো নাচ,বদ্ধ উন্মাদের মতো চাল চলন মানুষের মনে হাস্য রসাত্মক বোধ সৃষ্টি করে তাই মানুষ তার উপস্হাপনা উপভোগ করে।তার পোষ্টের কমেন্টস পড়লে বুঝা যায় সে আসলে ডিস্টার্বিং এলিমেন্ট।



No comments:

Post a Comment