Followers, Like

Wednesday, February 1, 2023

বাবার আবেগ

 মেয়ের জামাইকে শশুরের চিঠি--- 💓💓💓


প্রিয় জামাই বাবা

আদর ও ভালবাসা নিও।


প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো, সে তুমি নও। সে আমি। 


প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো, সে তুমি নও। সে আমি। 


প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো, সে তুমি নও। সে আমি। 


যাইহোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে আমি নই। সেটা তুমি। 


কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না। 

আমাকে জানিয়ে দিও,  আবার নিয়ে আসবো ওকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত থাকবে।


ভালবাসা ও শ্রদ্ধা রইলো পৃথিবীর সকল বাবার জন্য এবং সুখে থাকুক পৃথিবীর সকল রাজকন্যা।


ইতি

তোমার শশুর।

No comments:

Post a Comment