Followers, Like

Friday, May 12, 2017

Youngest Social worker ever in Bangladesh. " Repair Bangladesh".

  


Youngest Social worker ever in Bangladesh. " Repair Bangladesh".


৬ বছর বয়স থেকে সেবা মূলক কাজে স্বেচ্ছায় অংশ গ্রহণ শুরু।ওনার নাম " হোসনে যাবিন হেনা " । তিনি আমাদের Repair Bangladesh এর সবচেয়ে সিনিয়র মেম্বার । তিনি চট্টগ্রামে অনুস্ঠিত আমাদের সকল কার্যক্রমে অংশ নেন । রাস্তা পরিস্কার করা থেকে শুরু করে ট্রাফিক সিগন্যালে ড্রাইভার/ মালিকদের leaflet বিতরন , এতিমদের উপহার সামগ্রী প্রদান সবই তিনি করেছেন । কাজে ওনার কোন লজ্জা নেই । ছবি তুলতেও গেলেও তিনি বিরক্ত হন না । কথা বলেন কম । কাজ করতেই থাকেন । বন্ধুরা একবার ভেবে দেখুন তিনি যখন বড় হবেন তখন কত বড় leader হবেন !! হেনার বাবা সমাজ কর্মী। Repair Bangladesh তাঁদের প্রিয় নাম । তাই সব সময় দুজন একসাথেই কাজ করে । এমন হাজারো হেনা তৈরী করব আমরা । যাঁদের কাজে কোন লজ্জা থাকবে না । হেনার জন্য সবার দোয়া কামনা করছি । তার মা-বাবার জন্য অনেক শুভ কামনা ..।

No comments:

Post a Comment