Followers, Like

Monday, May 29, 2017

হলদি দিয়া মেন্দি দিয়া।

 

https://youtu.be/qw8fMBzuzaM


হলদি দিয়া মেন্দি দিয়া


হে বন্ধু তোর বরাত নিয়া আমি যাব
বন্ধু তোর বরাত নিয়া আমি যাব।
নওশা সাজাইয়া,পালকিতে চড়াইয়া
খুশিতে নেচে নেচে গান শুনাব।
বন্ধু তোর বরাত নিয়া আমি যাব।

হলদি দিয়া, মেনদি দিয়া গোসলো করাইবো,
সে গোসলের শেষে নতুন কাপড়ও পরাইবো-২


কাপড়ও পরাইয়া,আতরও লাগাইবো
আতরও লাগাইয়া সানাই বাজাইবো
সানাইয়ের সুরে সুরে পাগল করে দিব।

হে বন্ধু,তোর ------

আগে পিছে কত মানুষ  যাবে সাথি হইয়া।
হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া।- ২

দুয়ারে দাঁড়াইয়া দুয়া দিবে
মায়ের দুয়াতে দুঃখ যাবে।
সুখে দুঃখে দুইজনে একসাথে রবো

হে বন্ধু,তোর বরাত ----- 

নওশা সাজাইয়া ------


বন্ধু তোর বরাত নিয়া----। 


No comments:

Post a Comment